ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলছিটিতে দিনে-দুপুরে মোবাইলের দোকানে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
নলছিটিতে দিনে-দুপুরে মোবাইলের দোকানে চুরি

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির পৌর মার্কেটের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে রাফিদ এন্টারপ্রাইজ নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

এতে দোকান থেকে নগদ কয়েক লাখ টাকা ও ২০টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

 

দোকানের মালিক কামাল হোসেন জানান, দুপুরে মার্কেটের প্রায় সব দোকান বন্ধ করে নামাজে যান ব্যবসায়ীরা। নামাজ শেষে দোকানে এসে দেখতে পান  প্রবেশদ্বারের তালা ভাঙা।  

ভেতরে গিয়ে দেখতে পান রমজানের শুরু থেকে বেচাকেনার (মোবাইল বিক্রি ও বিকাশের লেনদেন) নগদ কয়েক লাখ টাকা ও ২০টি দামি স্মার্টফোন উধাও।

তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয় এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। দোকানের মালিক অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।     

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ