ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশা উল্টে নিহত ২

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।

শুক্রবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে বগুড়া-নাটোর সড়কের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বগুড়া থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস রানীরহাট এলাকায় পৌঁছে ব্যাটারিচালিত অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়।

এতে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই একজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আরেক নিহত হন। আহত হন ৩জন।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি শাজাহানপুর উপজেলার খরনা নাকপাড়া গ্রামের মৃত গোপাল দেবনাথের ছেলে ফনিন্দ্র দেবনাথ (৪০)। এছাড়া দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান টিএসআই আশুতোষ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।