ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা দিল ‘তারুণ্য’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ময়মনসিংহে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন জামা দিল ‘তারুণ্য’

ময়মনসিংহ: ঈদ-উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ময়মনসিংহে শতাধিক পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন জামা বিতরণ করেছে ‘তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাস্বেবী সংগঠন । 

শুক্রবার (২৩ জুন) দুপুরে কৃষি বিশ্ববিদ্যালয় (কে.বি) কলেজ অডিটোরিয়ামে শহরের কেওয়াটখালি ও বাকৃবি এলাকার এসব শিশুদেরকে নতুন জামা দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।

তিনি বলেন, সমাজ পরিবর্তনের জন্য ‘তারুণ্য’র মতো সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে। সবার সমান অংশগ্রহণই আমাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করবে।

কে.বি কলেজের প্রিন্সিপাল সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও কে.বি কলেজের গভর্নিং বডির সভাপতি ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, সহকারী অধ্যাপক ভাস্কর সেনগুপ্ত, পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি পাল, এইচপিবি’র সভাপতি ওয়ারেছ আহমেদ বাবু প্রমুখ।

এসময় সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। পরে অতিথি ও স্বেচ্ছাসেবীরা শিশুদের হাতে নতুন জামা তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।