ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

মরুর শহর ঢাকা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
মরুর শহর ঢাকা! ধুলায় অতিষ্ঠ নগরবাসী। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর রামপুরা ও মালিবাগ সড়কে মরুভূমির বালুর মতো উড়ছে ধুলা। এতে অতিষ্ঠ নগরবাসী। কিন্তু ধুলা থেকে নিস্তার নেই পথচারী আর ছোট যানগুলোর।

শুক্রবার (২৩ জুন) দুপুরে ধুলার এমন দৃশ্য ধরা পড়ে বাংলানিউজের ক্যামেরায়। সাধারণত এ সড়কটিতে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত।

ছবি -১ধুলার কারণে নগরবাসীকে দিনরাত নাকাল হতে হচ্ছে সড়কটিতে।
ছবি - ২অতিরিক্ত ধুলার কারণে নগরে বেড়ে যাচ্ছে রোগব্যাধি। এ ধুলার সঙ্গে গাড়ির কালো ধোয়া মিশে মানবদেহের ক্ষতি করছে।

ছবি - ৩
সড়কে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে গাড়ি যাতাযাতের সময় সড়কের ধুলা উড়ে পরিবেশ নষ্ট হচ্ছে। এতে এ রুটের পথচারিদের  পোহাতে হচ্ছে দুর্ভোগ।

ছবি -৪মুখে মাস্ক লাগিয়ে অথবা মুখ ঢেকেও ধুলা থেকে রক্ষা মিলছে না এ এলাকাবাসীর।

ছবি – ৫কোথাও কোথাও সড়কের খোঁড়াখুঁড়ির কাজ চলাকালে নির্মাণ সামগ্রী মাটি, বালু, পাথর ইত্যাদি রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা হচ্ছে দিনের পর দিন। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে ধুলো ছড়িয়ে পরছে বাতাসে। আর ধুলোর রাজত্বে অসহায় হয়ে পরছেন নগরবাসী। ধুলার কারণে একদিকে বাড়ছে ভোগান্তি অন্যদিকে রোগবালাই। এ ধুলায়  শুধু জনস্বাস্থ্যই যে হুমকির মুখে তা নয়, মানুষের জীবনযাত্রায় ঘটছে বাধা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ জুন ২৩, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।