ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠি-পটুয়াখালীতে পাবলিক সার্ভিস দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঝালকাঠি-পটুয়াখালীতে পাবলিক সার্ভিস দিবস পালিত

ঝালকাঠি: ঝালকাঠি ও পটুয়াখালীতে নানা কর্মসূচিতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মানিকহার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার ফরহাদ আহমদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

অপরদিকে সকালে পটুয়াখালী শহরেও জেলা প্রশাসনের আয়োজেন বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।