ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
হবিগঞ্জে আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপন

হবিগঞ্জ: হবিগঞ্জে আন্তর্জাতিক জনসেবা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৩ জুন) সকালে দিনটি উপলক্ষে জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি র‌্যালি বের হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, স্থানীয় সরকার বিভাগীর উপ-পরিচালক মো. সফিউল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রোকন উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আজহারুল ইসলাম, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সাংবাদিক আলমগীর খান ও অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad