ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বগুড়ায় বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১০

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত বলেন, ঢাকাগামী এইচ এম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন কমপক্ষে ১০জন। আহতদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলেও যোগ করেন ষ্টেশন অফিসার মো. সোহেল রানা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।