ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক-ছবি: বাংলানিউজ

ধামরাই: ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এ মধ্যে কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

শুক্রবার (২৩ জুন) সকাল থেকে সরেজমিনে গিয়ে দেখা যায়,মহাসড়কের দু’পাশের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাভার,আশুলিয়া ধামরাই এলাকার অধিকাংশ গার্মেন্টস বৃহস্পতিবার (২২) জুন দুপুর থেকে ছুটি হলেও যানবাহনে অতিরিক্ত চাপ পরেনি।

এ মাহসড়ক দিয়ে নির্বিঘ্নে বাড়ি যাচ্ছেন দেশের পশ্চিম‍াঞ্চলের মানুষ।

এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ রেজাউল হক বাংলানিউজকে জানান, ঈদগামী যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে সেই জন্য প্রতিটি ষ্ট্যান্ডে আমাদের পুলিশ ফোর্স রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।