ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

মাগুরা: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসলাম মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জুন) ভোরে সদর উপজেলার নরশিনহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আসলাম নরশিনহাটি গ্রামের ফুলমিয়ার ছেলে।

প্রতিবেশী হান্নান শেখ বাংলানিউজকে জানান, চোর ধরতে নিজের গোয়াল ঘরের দরজা বিদ্যুতায়িত করে রাখেন আসলাম। ভোরে গরু-ছাগলের ডাক শুনে চোর এসেছে ভেবে ঘুমের ঘোরে দৌড়ে গোয়াল ঘরের সামনে গিয়ে মনের ভুলে দরজায় হাত দেন। এসময় বিদ্যু‍ৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্বজনরা আসলামকে উদ্ধার করে মাগুরা সদর  হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার পরিদর্শক (তদন্ত) হোসেন আল মামুন বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।