ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বরিশালে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে পালিত

বরিশাল: বরিশালে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস ডে ২০১৭।

দিবসটি উপলক্ষে শুত্রবার (২৩ জুন) সকাল ১০টায় বরিশাল সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের করা হয়।

ৠালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা ও বরিশাল জেলা প্রশাসক পদক ২০১৭ বিতরন করা হয়।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. ওমর আলী শেখ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আযাদ, অতিরক্ত জেলা প্রশসক ( রাজস্ব) মো. জাকির হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

আলোচনা সভা শেষে সরকারি কাজে বিভিন্ন পর্যায়ে অগ্রণি ভূমিকা রাখায় শিক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা, সমাজ সেবাসহ ১০টি ক্যাটাগরিতে ১০ জনকে জেলা প্রশাসক পদক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএস/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।