ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
রাজধানীতে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর ২ নং সেকশন এলাকায় ফুটওভার বিজের নিচে চলন্ত বাসেরচাপায় আবুল হাশেম (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মৃত হাশেম তেজগাঁও পলিটেকনিক কলেজের শিক্ষার্থী।  

শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাশেম কেরানীগঞ্জের বাটারাকান্দি গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি মিরপুর মধ্যপাইকপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

মৃত হাশেমের বড় ভাই আবুল কাশেম জানায়, তার ভাই তেজগাঁও পলিটেকনিক কলেজের কম্পিউটার সায়েন্সের ২য় বর্ষের ছাত্র। সকালে মিরপুরের বাসা থেকে খালাত ভাই নাহিদকে (১৬) সঙ্গে নিয়ে উত্তরা যাচ্ছিল ঈদের কেনাকাটা করতে। মিরপুর বাংলা কলেজের সামনে থেকে প্রজাপতি পরিবহনের একটি বাসে ওঠে তারা।

এক পর্যায়ে হাশেম বাসের জানালা দিয়ে মাথা বের করলে একই পরিবহনের অপর একটি বাস পাশ থেকে তাকে চাপা দেয়।  

গুরুতর আহত হাশেমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ভাই, এক বোনের মধ্যে হাশেম মেঝ।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এজেডএস/পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।