ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
বরিশালে অজ্ঞান পার্টির খপ্পরে ৩ যাত্রী

বরিশাল: ঈদ যাত্রার শুরুতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন ঢাকা থেকে বরিশালে আসা তিন লঞ্চ যাত্রী। 

এর মধ্যে একজন পিরোজপুরের বাসিন্দা সিয়াম (২৫)। এছাড়া দুই অজ্ঞাতপরিচয়ের একজনের বয়স ৩০ বলে জানা গেছে।

 

তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন। আর অপর অজ্ঞাতপরিচয় ব্যক্তি মোটামুটি স্বাভাবিক থাকায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বরিশাল নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, শুক্রবার ভোরে বরিশাল নদী বন্দরে নোঙর করা পারাবত কোম্পানির একটি লঞ্চ থেকে চেতনানাশক খাওয়ানো হয়েছে এমন ৩ যাত্রীকে উদ্ধার করা হয়। এর মধ্যে ২ জন মোটামুটি স্বাভাবিক থাকলেও একজন পুরোপুরি অচেতন অবস্থায় ছিলেন।  

তিনি জানান, এসময় সন্দেহজনক এক যুবককে আটক করা হলেও তাকে তল্লাশি করে তেমন কিছু পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এমএস/জিওয়াই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।