ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অর্ধেক পথ যেতেই ১২ ঘণ্টা লালমনি এক্সপ্রেসের!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
অর্ধেক পথ যেতেই ১২ ঘণ্টা লালমনি এক্সপ্রেসের! বিড়ম্বনায় লালমনি এক্সপ্রেসের যাত্রীরা- ছবি ফাইল ফটো

ঢাকা: বগি সমস্যার কারণে অর্ধেক পথ যেতেই ১২ ঘণ্টা সময় লেগেছে উত্তরবঙ্গগামী লালমনি এক্সপ্রেসের। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এক ঘণ্টা দেরিতে ছেড়ে প্রায় ১২ ঘণ্টা পর শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনটি অবস্থান করছিলো বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে।

ট্রেনের যাত্রী গাইবান্ধাগামী শামসুল হক বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২২ জুন) দিবাগত রাত ১০টা ১০মিনিটে কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ছাড়ে রাত ১১ট‍ার দিকে।

কিন্তু বিমানবন্দর স্টেশনে গিয়ে দেখা দেয় বিপত্তি।

অতিরিক্ত বগি থাকায় আটকে থাকে টানা তিন ঘণ্টা। তিন ঘণ্টা পর সমস্যা মিটিয়ে ছেড়ে যায় ট্রেনটি। তবে একেবারে ধীর গতিতে চলতে থাকে।  সকাল ৬টা ৪৫ মিনিটে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে গিয়ে থেমে যায়।

আবারো বিপত্তি দেখা দিয়েছে।  দু'টি বগি দেবে যাওয়ায় এখানেও সাড়ে তিন ঘণ্টা থেমে থাকে ট্রেনটি। পরে সকাল সাড়ে ১০টার দিকে গন্তব্যের দিকে চলতে শুরু করে।

লালমনিরহাটগামী ট্রেনটিতে সিরাজগঞ্জ, নাটোর, শান্তাহার, বগুড়া, গাইবান্ধা, রংপুরের শত শত যাত্রী অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন বলে জানান শামসুল হক।

তিনি জানান, রাত ১০টায় কমলাপুর ছেড়ে সকাল ১০টার মধ্যে ট্রেনটির আবার লালমনিরহাট থেকে ঢাকা আসার কথা। অথচ ১২ ঘণ্টাতে মাত্র অর্ধেক রাস্তায় পৌঁছেছে।

সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন ত্যাগ করেছে। রাস্তায় আবারও থামবে কিনা- সে শঙ্কায় আছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন আনন্দের ঈদ আরামদায়ক করতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

বেলা সোয়া একটায়  ট্রেনটি নাটোরে পৌঁছেছে বলে জানান ট্রেনে অবস্থানরত ওই যাত্রী।

ট্রেনটি অপর যাত্রী লালমনিরহাট আদিতমারী উপজেলার রমজান আলী জানান, সাতটা ৫০ মিনিটে ট্রেনটি লালমনিরহাট পৌঁছায়। অথচ সকাল ১০টায় ট্রেনটি পৌঁছানোর কথা ছিলো।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৭/আপডেট ১৩২৮ ঘণ্টা
এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।