ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদযাত্রায় ইঞ্জিন কাভারই শেষ ভরসা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঈদযাত্রায় ইঞ্জিন কাভারই শেষ ভরসা! ইঞ্জিন কাভারেই বাড়ি ফেরা/ছবি: শাকিল

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে: ঈদে বাড়ি ফেরা চাই-ই চাই, সে যেভাবেই হোক। টিকিট নেই তো কি হয়েছে, বিকল্প উপায় ঠিকই বেছে নেন যাত্রীরা। ইঞ্জিন কাভারও হয়ে ওঠে এসময় কাঙ্ক্ষিত আসন। অনেকে শেষ ভরসা মেনে গায়ে গা ঠেকিয়ে ইঞ্জিন কাভারে বসেই তাই পাড়ি জমান দূর গন্তব্যে।

শুক্রবার (২৩ জুন) সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় গণপরিবহনে টিকিট না পেয়ে ইঞ্জিন কাভারে ভর করেই গন্তব্যে রওয়ানা হচ্ছেন রাজধানীর ঈদযাত্রীরা।

শ্যামলী, ইকোনো, হানিফ, ইউনিকসহ অধিকাংশ পরিবহন যাত্রীদের ঈদযাত্রায় খেয়াল রেখে চেষ্টা করছে ভালো সেবা নিশ্চিত করতে।

ইঞ্জিন কাভার হোক কিংবা অন্য কোনো উপায়েই হোক, ঈদে প্রয়োজন বাড়ি ফেরা- জানান সিলেটগামী পরিবহনের যাত্রীরা।

ইঞ্জিন ক‍াভারে বসে গ্রামের বাড়ি গোপালগঞ্জ ফিরছেন সোনিয়া আক্তার, শাহানারা খাতুন ও আলেয়া বেগম। তারা বাংলানিউজকে বলেন, অগ্রিম টিকিট করা হয়নি। তাই সিট না পেয়ে ইঞ্জিন কাভারে বসে যাচ্ছি। কিছুটা কষ্ট হলেও বাড়ি যাওয়ার আনন্দটাই বেশি।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ