ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে ধীরগতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে ধীরগতি থেমে থেমে ধীরগতিতে চলাচল করছে যানবাহন । ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ জেলার প্রায় ৩৬ কিলোমিটার অংশে থেমে থেমে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় ঈদে ঘরমুখো মানুষের বাড়তি চাপে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বাংলানিউজকে জানান, ভোর থেকে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থেমে ধীরগতিতে যানবাহনগুলো চলাচল করছে। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কের মানিকগঞ্জ জেলার ৩৬ কিলোমিটার অংশের কোথাও সড়ক দুর্ঘটনা বা বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে এখনো কোনো যানজট নেই বলে জানিয়েছেন পাটুরিয়া ফেরিঘাট নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম। তবে ভোর থেকে নৌ-রুটটিতে ব্যক্তিগত ছোট কিছু গাড়ির চাপ রয়েছে বলে জানান তিনি।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ছোট-বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে। দুপুরের দিকে আরেকটি বড় ফেরি ওই বহরের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে।

তবে বেলা ১১টার পরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের প্রচুর চাপ পড়বে বলে ধারণা করছেন পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।

বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী ট্রাফিক কর্মকর্তা বাংলানিউজকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে নিরাপদে যাত্রী পারাপার নিশ্চিত করতে ৩৩টি লঞ্চ চলাচল করছে। এখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চে যাত্রীদের উপচেপড়া ভিড় থাকবে বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।