ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সায়েদাবাদে যাত্রীদের উপচে পড়া ভিড়

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
সায়েদাবাদে যাত্রীদের উপচে পড়া ভিড় সায়েদাবাদে যাত্রীদের উপচে পড়া ভিড়- ছবি: শাকিল

সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে: সায়েদাবাদ বাস টার্মিনালে শুক্রবার (২৩ জুন) সকাল থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড়। সবার মুখে কথা একটাই যতো ভোগান্তিই হোক না কেন ঈদে চাই বাড়ি যেতে।

সকালে রাজধানীর সর্ববৃহৎ বাস টার্মিনাল ঘুরে এ চিত্র লক্ষ্য করা যায়।

ভোর থেকেই টিকিট কাউন্টারগুলোতে উপস্থিত যাত্রীরা লাইন ধরে টিকিট সংগ্রহ করছে।

আবার অনেকেই যারা অগ্রিম টিকিট নিয়েছিলেন তারা টার্মিনালে এসেছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য।

কুমিল্লার লাকসামের যাত্রী সোলেমান বাংলানিউজকে জানান, বাসায় ফিরতে হিমাচল এক্সপ্রেসের টিকিট নিয়েছেন। যাত্রীর চাপ বেশি হওয়ায় টিকিট পেতে কিছুটা ভোগান্তি হয়েছে। ভোগান্তি যাই হোক বাড়ি যেতে পারছি এটা মনে হলে কষ্টের কথা মনে থাকে না।

পরিবহন কর্তৃপক্ষ বলছেন, গতকাল (২২ জুন) বৃহস্পতিবার রাজধানীর গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো ছুটি হওয়ায় আজকে যাত্রীর চাপ বেশি।

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, কুড়িগ্রামসহ সমগ্র দেশে ছেড়ে যাচ্ছে পরিবহনগুলো।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।