ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া ঘাটে বাড়ছে গাড়ির চাপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
পাটুরিয়া ঘাটে বাড়ছে গাড়ির চাপ পাটুরিয়া ঘাটে বাড়ছে গাড়ির চাপ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। তাই প্রতিটি মহাসড়কেই দেখা দিয়েছে যানজট। কোথাও দুই কিলোমিটার আবার কোথাও তার চাইতেও বেশি এলাকা জুড়ে গাড়ির লাইন।

শুক্রবার (২৩ জুন) সকালে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপও বাড়ছে।

ভোরে গাবতলী থেকে যেসব বাস ছেড়ে গেছে সেগুলোধীরে ধীরে পাড় হচ্ছে।

ঈদ উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে ১৬টি ফেরি চলাচল করছে। যে কারণে তেমন যানজটে পড়তে হচ্ছে না এসব ঘরে ফেরা মানুষের। তবে সকাল ১০ টা থেকে পাটুরিয়া ঘাটে যানজট হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বাংলানিউজকে জানান, সকালে ঘাট এলাকা ফাঁকা থাকায় গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে না। তবে সকাল ১০ টার পর গাড়ির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। তারপরেও আমরা চেষ্টা করছি ঘাট এলাকায় যানজট সহনীয় পর্যায়ে রাখার।
 
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৭
এসএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।