ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা: ‘নিজ বাসস্থান পরিচ্ছন্ন রাখি-ডেঙ্গু, চিকনগুনিয়া থেকে নিরাপদে থাকি’ স্লোগানকে সামনে রেখে খিলগাঁও এলাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

আগামী শনিবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পল্লীমা গ্রীণের পক্ষ থেকে ৩শ’ বাড়িতে ব্লিচিং পাউডার সরবরাহ করা হবে। বাড়ির আশপাশ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করার মাধ্যমে সবাইকে চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওয়াহিদুল হাসান মিল্টনের সহযোগিতায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এদিন সন্ধ্যায় বিশেষ মশক নিধন অভিযানও চলবে।  

অভিযান শেষে পল্লীমা গ্রীণের পক্ষ থেকে পরিচ্ছন্ন কর্মীদের বিশেষ ঈদ উপহার বিতরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরআর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।