ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড্ডায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুন ২২, ২০১৭
বাড্ডায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় গৃহবধূ নাসরিন খাতুন শেফালীর (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শেফালীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীপুর গ্রামে।

মৃত শেফালীর ভাসুর আবু বক্কর সিদ্দিক জানান, শেফালীর স্বামী তরিকুল ইসলামসহ তারা সবাই উত্তর বাড্ডার থানা রোডের একটি বাসায় ভাড়া থাকেন। শেফালী ইডেন কলেজে ভূগোল বিভাগে মাস্টার্সের ছাত্রী ছিলেন। পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন।  

ভোরে তারা সেহরি খান। এরপর বিকেল পর্যন্ত শেফালী ঘুমিয়ে থাকেন। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, এরকম ঘটনার কথা শুনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশের (এসআই) বাচ্চু মিয়া জানান, শেফালীর গলায় দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।