ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুনাইদের প্রচেষ্টায় মেঘনাপাড়ের শিশুদের মুখে হাসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
জুনাইদের প্রচেষ্টায় মেঘনাপাড়ের শিশুদের মুখে হাসি ঈদের নতুন জামা পেয়ে শতাধিক কচি কচি মলিন মুখে হাসি ফুটেছে। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সরকারি কলেজের ছাত্র জুনাইদ আল হাবিবের প্রচেষ্টায় ঈদের নতুন পোশাক পেয়েছে মেঘনাপাড়ের শতাধিক শিশু। নতুন জামায় ঈদ কাটবে নদীভাঙা হতদরিদ্র পরিবারের এ শিশুদের।

নতুন জামা পেয়ে অসহায় শিশু নিরব, মোকতার, আসমা ও শুকুরা অনেক খুশি হয়েছে। শতাধিক কচি কচি মলিন মুখে হাসি ফুটেছে।

নদীভাঙন কবলিত কমলনগরের মেঘনাপাড়ের ওই শিশুদের জন্য ঈদের পোশাক কিনতে সহযোগিতা চেয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেন জুনাইদ। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হুমায়রা বেগম ওই পোস্ট দেখে ব্যক্তিগত তহবিল থেকে টাকা দেন। এ টাকা পেয়ে জুনাইদের আগ্রহ ও ইচ্ছাশক্তি বেড়ে যায়। এরপর পরিচিত কয়েকজনের কাছ থেকে আরও কিছু টাকা সংগ্রহ করেন তিনি।

সংগৃহীত অর্থে ঈদের জামা কিনে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের তালতলি বাজারে শতাধিক শিশুর মাঝে বিতরণ করেন তিনি।

 এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের প্রধান প্রফেসর মাহবুবে এলাহী সানি, অর্থনীতি বিভাগের প্রভাষক খালেদ মোহাম্মদ সাইফ উল্লাহ, পশ্চিমচর লরেন্স মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুর হোসেন পারভেজ, পুলিশ সদস্য ইসলাম রুবেল, সমাজকর্মী সাইফুল আলম মাছুম, কলেজছাত্র ইয়াসিন, রবিন, তুহিন, ছোবহান প্রমুখ।

জুনাইদ আল হাবিব লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের একটি মসজিদের ইমাম আবদুল হাদির ছেলে।

জুনাইদ বাংলানিউজকে বলেন, ‘ফেসবুক পোস্ট দেখে জেলা প্রশাসক টাকা দেওয়ার পর আমার আগ্রহ আরও বেড়ে যায়। পরে ফেসবুক ও মোবাইলে ক্ষুদেবার্তার মাধ্যমে পরিচিত আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করলে তারাও সহযোগিতার হাত বাড়ান। সকলের সহযোগিতায় মেঘনাপাড়ের শিশুদেরকে নতুন জামা কিনে দিতে পেরে সত্যিই অনেক ভালো লাগছে’।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad