ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ শনাক্তে ফেসবুকে প্রচারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুন ২২, ২০১৭
অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ শনাক্তে ফেসবুকে প্রচারণা

ময়মনসিংহ: উদ্ধারের তিনদিন পেরুলেও একটি মরদেহের (৩০) পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ফেসবুকে ছবি দিয়েও মরদেহটির পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

নগরীর ২ নম্বর পুলিশ ফাঁড়ির টাউন সাব ইন্সপেক্টর (টিএসআই) ফারুক হোসেন জানান, নগরীর বুড়া পীরের মাজার এলাকায় সোমবার (১৯ জুন) সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিলো সড়ক দুর্ঘটনা কিংবা ছিনতাইকারীর হাতে ওই যুবকের প্রাণ গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।