ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আত্মসমর্পণকারী ৪২ দস্যুকে র‌্যাব ডি‌জির ঈদ উপহার ‌

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আত্মসমর্পণকারী ৪২ দস্যুকে র‌্যাব ডি‌জির ঈদ উপহার ‌ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপ‌রিচাল‌ক (ডিজি) বেনজীর আহমেদের পক্ষ থেকে সুন্দরবনের আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে বিভিন্ন বাহিনীর আত্মসমর্পণকারী ৪২ জন দস্যুদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- র‌্যাব-৮ এর অ্যাডজুটেন্ট জসিম উদ্দিন, র‌্যাবের এএসপি হাফিজুর রহমান, সাংবা‌দিক মোহসিনুল হাকিম ও মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

সাম্প্র‌তিক সময়ে সুন্দরবনের অন্তত ১২টি দস্যু বা‌হিনীর প্রধানরা অস্ত্রসহ আত্মসমর্পণ করে স্বাভা‌বিক জীবন-যাপনের প্রত্যয় ব্যক্ত করে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।