ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ

রাঙ্গামাটি: রাঙ্গামাটিতে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে রাঙ্গামাটির পিটিআই, বাংলাদেশ বেতার, মনোঘর উচ্চ বিদ্যালয় ভাবনা কেন্দ্র ও যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আশ্রয় কেন্দ্রে ডায়মন্ড সিমেন্টের পক্ষ থেকে ছাতা ও টি-শার্ট এবং ইউনিসেফের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পক্ষ থেকে হাইজিন সামগ্রী বিতরণ করা হয়।

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের মধ্যে  খিচুরি বিতরণ করা হয়।

অপরদিকে, রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ২২টি আশ্রয় কেন্দ্রে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।