ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ফুলবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮টি দোকানের মালিকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা নিয়েছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বৃহস্পতিবার (২২ জুন) নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের এ আর্থিক সহায়তা দেন ইউএনও দেবেন্দ্রনাথ উরাঁও।

এসময় উপস্থিত ছিলেন- ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা সরকার প্রমুখ।

বুধবার (২১ জুন) সকালে ফুলবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আগুনে পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।