ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদির নতুন ক্রাউন প্রিন্সকে শেখ হাসিনার অভিনন্দন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
সৌদির নতুন ক্রাউন প্রিন্সকে শেখ হাসিনার অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

ঢাকা: সৌদি আরবের রাজসিংহাসনের উত্তরসূরী ক্রাউন প্রিন্স পদে নবনিযুক্ত মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানিয়েছেন বলে বৃহস্পতিবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী নতুন ক্রাউন প্রিন্সকে অভিনন্দন জানিয়ে বলেছেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দৃঢ় অবস্থানে রয়েছে এবং সামনের দিনগুলোতে এই সম্পর্ক আরও সংহত হবে।

শেখ হাসিনা ক্রাউন প্রিন্সের সুস্বাস্থ্য কামনার পাশাপাশি সৌদি জনগণের উত্তরোত্তর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

বুধবার (২১ জুন) এক অধ্যাদেশ জারি করে ক্রাউন প্রিন্স পদে মোহাম্মদ বিন সালমানকে নিযুক্ত করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। মোহাম্মদ বিন সালমান এর আগে ডেপুটি প্রিন্স ছিলেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। এই নিয়োগের ফলে বাদশাহ সালমানের পর তিনিই রাজসিংহাসনে আরোহন করবেন। ক্রাউন প্রিন্স পদে ছিলেন বাদশাহ সালমানের ভাতিজা মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।