ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উৎসব ভাতা পে‌লেন শ্যামনগ‌রের ২২৯ মু‌ক্তি‌যোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৭
উৎসব ভাতা পে‌লেন শ্যামনগ‌রের ২২৯ মু‌ক্তি‌যোদ্ধা উৎসব ভাতা পে‌লেন শ্যামনগ‌রের ২২৯ মু‌ক্তি‌যোদ্ধা

সাতক্ষীরা: প্রথমবারের মতো প‌বিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপ‌জেলার ২২৯ জন মু‌ক্তি‌যোদ্ধা‌কে উৎসবভাতা দেয়া হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২২ জুন) বেলা সা‌ড়ে ১১টায় উপ‌জেলা প‌রিষ‌দের স‌ম্মেলন ক‌ক্ষে এ ভাতা প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে মু‌ক্তি‌যোদ্ধা‌দের হা‌তে ভাতার টাকা তু‌লে দেন সাতক্ষীরা-৪ আস‌নের সংসদ সদস্য স ম জগলুল হায়দার।

উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা শেখ স‌হিদুর রহমা‌নের সঞ্চালনায় ও উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জা‌মা‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বি‌শেষ অতি‌থির বক্তব্য রা‌খেন-উপ‌জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাসীন উল মুলক, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন ও শ্যামনগর প্রেসক্লা‌বের সভাপ‌তি আকবার কবীর।

অনুষ্ঠা‌নে সরকারের পক্ষ থেকে ২২৯ জন মু‌ক্তি‌যোদ্ধা‌কে সা‌ড়ে সাত হাজার টাকা ক‌রে মোট ১৭ লাখ ২৫ হাজার টাকা উৎসবভাতা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ