ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শালিখার সীমাখালি ব্রিজের এক লেনের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, জুন ২২, ২০১৭
শালিখার সীমাখালি ব্রিজের এক লেনের উদ্বোধন

মাগুরা: মাগুরার শালিখা উপজেলার সীমাখালীর চিত্রা নদীর উপর বেইলি ব্রিজের এক লেনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টায় এ ব্রিজের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি মজুমদার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুন্নবী তরফদার, সহকারী পুলিশ সুপার কনক কান্তি দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ইউপি চেয়ারম্যান বিমল কান্তি শিকদার সহ স্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে ব্রিজটির উদ্বোধন করেন।

১৩ ফেব্রুয়ারি ব্রিজটি ভেঙে পড়ার পর প্রায় সাড়ে চার মাস পর ব্রিজ দিয়ে লোক চলাচল শুরু হলো। ঈদের আগেই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে পারলে হাজার হাজার যানবাহনসহ কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘব হবে। দক্ষিণবঙ্গে যাতায়াতের জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভেঙে থাকার কারণে লাখ লাখ মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।