ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কোটালীপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
কোটালীপাড়া পৌরসভার বাজেট ঘোষণা কোটালীপাড়া পৌরসভার বাজেট ঘোষণা

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরে ১১২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে কোটালীপাড়া পৌর মিলনায়তনে পৌর মেয়র এইচ এম অহেদুল ইসলাম হাজরা এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১১২ কোটি ১২ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে উন্নয়ন আয় ধরা হয়েছে ১০৯ কোটি ২৬ লাখ টাকা এবং রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।

বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১১২ কোটি ৫ লাখ ৬ হাজার টাকা ৭৫ টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১০৯ কোটি ২৬ লাখ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৬ হাজার ৭৫ টাকা। বাজেটে ৭ লাখ ৩৬ হাজার উদ্বৃত্ত দেখানো হয়েছে।

এ সময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরগণ, পৌর সচিব জহির উদ্দিন নির্বাহী প্রকৌশলী সরদার মাহাবুবর রহমানসহ পৌর কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বাজেট অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।