ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়ায় চাপ কমেছে বাসের, ট্রাকের দীর্ঘ লাইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
পাটুরিয়ায় চাপ কমেছে বাসের, ট্রাকের দীর্ঘ লাইন

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের চাপ কমেছে। তবে এখনও পারাপারের অপেক্ষায় রয়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

কিন্তু সকালে পারাপারের জন্য বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের।

বাস যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে তাদেরক অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় এখন শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে ঘণ্টা খানেকের মধ্যে সমস্ত ট্রাক পার হতে পারবে বলে জানান তিনি।

**পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।