ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ২১ দিনে আটক ৯৯

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুন ২২, ২০১৭
কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে ২১ দিনে আটক ৯৯ কুড়িগ্রামে পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক ব্যক্তি ও ‍উদ্ধার হওয়া মাদক

কুড়িগ্রাম: মাদক পাচার ও মাদকের বিস্তার রোধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থান নিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। চলছে সাঁড়াশি অভিযান। সেই সাথে জনগণকে সম্পৃক্ত করে মাদক বিরোধী প্রচারণাও জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে চলতি জুন মাসের ২১ দিনে কুড়িগ্রাম জেলা পুলিশ মাদক বিরোধী ৬৬টি বিশেষ অভিযানে ৯৯ জনকে আটক করেছে। পাশাপাশি হেরোইন, ইয়াবা এবং ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, মদসহ বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।

এসব মাদকের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

এসব অভিযানের মধ্যে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ২১টি অভিযানে সদর-নাগেশ্বরী-ফুলবাড়ী উপজেলায় ৪১ জনকে আটক করেছে। জব্দ করা হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ২০০ টাকার মাদক।

কুড়িগ্রাম সদর থানা পুলিশ ১৭টি অভিযান চালিয়ে ২৩ জনকে আটকসহ ১ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের মাদক জব্দ করেছে।

৯টি অভিযানে ১১ জনকে আটকসহ ৩ লাখ ৭৮ হাজার টাকার মাদক উদ্ধার করেছে উলিপুর থানার পুলিশ।

ফুলবাড়ী থানার পুলিশ ৭টি অভিযান চালিয়ে ১০ জনকে আটকসহ ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকা মূল্যের মাদক জব্দ করেছে।

ভুরঙ্গামারী থানা পুলিশ ৩টি অভিযান চালিয়ে ৪ জনকে আটকসহ ১২ হাজার ৫০০ টাকার মাদক জব্দ করেছে।

রৌমারী থানা পুলিশ ৩টি অভিযানে ৩ জন আটকসহ ২৯ হাজার ৮০০ টাকার মাদক জব্দ করেছে।

রাজীবপুর থানার পুলিশ ১টি অভিযানে ১ জন আটকসহ ৫১ হাজার টাকার মাদক জব্দ করেছে।

নাগেশ্বরী থানা পুলিশ ৪টি অভিযানে ৫ জন আটকসহ ৪৬ হাজার ২০০ টাকার মাদক জব্দ করেছে।

কচাকাটা থানার পুলিশ ১টি অভিযানে ১ জন আটকসহ ৫ হাজার টাকা গাঁজা উদ্ধার করেছে।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম বাংলানিউজকে জানান, অবৈধভাবে মাদক পাচার, ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। মাদকের পাচার ও বিস্তার রোধে চলছে পুলিশের বিভিন্ন বিভাগের অভিযান। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না।

কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মেহেদুল করিম বাংলানিউজকে জানান, মাদকের বিস্তার নির্মুল করতে মাঠ পর্যায়ের সকল পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সব সময় সজাগ থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যেকোন মূল্যে যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের প্রতিটি সদস্য।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।