ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর সাপাহারে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মানী ভাতা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে এসব বিতরণ করা হয়।

এলাকার উন্নয়ন সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আদিবাসী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তির সাড়ে ৫ লাখ টাকা, দুস্থ অসহায় পরিবারের মধ্যে ২০টি সেলাই মেশিন, ঐচ্ছিক তহবিল থেকে ৭৮ হাজার টাকা ২৭ জনের মধ্যে, বজ্রপাতে নিহত দু’টি পরিবারের মধ্যে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা এবং মসজিদ ও ঈদগাঁ সংস্কারের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহদে আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহাদ পাভেজ বসুনিয়া ও কৃষি কর্মকর্তা এএফএম গোলাম ফারুক হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।