ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত

দিনাজপুর: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. লতিফুর (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন। পরে আহত অবস্থায় তাকে আটক করে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার (২২ জুন) সকালে উপজেলার রত্নাই সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে গরু আনতে গেলে এ ঘটনা ঘটে। লতিফুর উপজেলার পশ্চিম হরিণমারী গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল খাদেমুল বাশার বাংলানিউজকে জানান, সকালে অবৈধভাবে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে গরু পারাপার করতে গেলে বিএসএফ সদস্যরা লতিফুরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে তিনি আহত হন। এসময় আহত অবস্থায় তারা লতিফুরকে আটক করে নিয়ে যায়।

লতিফুরকে দেশে আনার জন্য বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান কর্নেল খাদেমুল বাশার।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।