ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

খুলনা: খুলনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে পৌনে ৩টার দিকে জেলার তেরখাদা উপজেলার আজগড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আজগড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা চৌকিদার বাদশা শিকদার ও তার ছেলে শাহীন শিকদার (১৩)।

আজগড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অপূর্ব মল্লিক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, আগে থেকেই টিনের ঘর বিদ্যুতায়িত হয়েছিলো। ঘরের সঙ্গে গুনোর তারে ভিজা কাপড় শুকাতে দেওয়া ছিলো। বিকেলে কাপড়গুলো আনতে গেলে ছেলে শাহীন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় শাহীনকে উদ্ধার করতে গেলে বাবাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এমআরএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।