ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বাড়ছে যাত্রীদের চাপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বাড়ছে যাত্রীদের চাপ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বাড়ছে যাত্রীদের চাপ

মাদারীপুর: ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়তে শুরু করছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে।

বৃহস্পতিবার (২২ জুন) ভোর থেকে লঞ্চ, স্পিডবোট এবং ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

এদিকে, ভোরে তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পরে রাজু আহম্মেদ নামে এক ব্যক্তি আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

ফেরির জন্য কাঁঠালবাড়ি ঘাট চালু থাকলেও যাত্রীদের সুবিধার্থে প্রথমবারের মতো লঞ্চের জন্য আলাদাভাবে চালু রাখা হয়েছে কাওড়াকান্দি ঘাটটি। ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে স্পিডবোট ও লঞ্চগুলোতে নজরদারি বাড়িয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম কাজ করছেন।

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ১৭টি ফেরি চলাচল করলেও ঈদ উপলক্ষে আরো যোগ করা হয়েছে দু’টি কে-টাইপ ফেরি। এছাড়া এই নৌরুটে নিয়মিত ৮৭টি লঞ্চ ও ১০০টিরও বেশি স্পিডবোট চলাচল করে। ঈদে যাত্রীদের নিরাপত্তায় বসানো হয়েছে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। পাশাপাশি রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।