ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭
বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খইমন বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জোয়ারী ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। খইমন ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।


 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান বাংলানিউজকে জানান, আনোয়ারের বাড়িতে নতুন ঘর নির্মাণের কাজ চলছে। নির্মাণকৃত ওই ঘরে কাজ করার জন্য অন্য ঘর থেকে বৈদ্যুতিক তার দিয়ে কারেন্ট নেওয়া হয়েছে। সকালে ওই ঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন খইমন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।