ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‌সুন্দরবনে ৩ দস্যু আটক, অস্ত্র উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
‌সুন্দরবনে ৩ দস্যু আটক, অস্ত্র উদ্ধার

সাতক্ষীরা: সুন্দরবনে অ‌ভিযান চা‌লিয়ে দস্যু নুর ইসলাম বা‌হিনীর তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একনালা বন্দুক, দোনালা বন্দুক, রাইফেল, ওয়ান শুটার গান ও ৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্প‌তিবার (২২ জুন) দুপুরে র‌্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর আদনান এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ তথ্য জানান।

এর আগে ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপাটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দস্যুরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের আবদুল কাদের, সোরা গ্রামের মো. ইসা ও জয়মনি গ্রামের নাজমুল।

মেজর আদনান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের খোলপাটুয়া নদী সংলগ্ন বড় কেয়াখালী খাল এলাকায় অভিযান চালানো হয়। এসময় একনালা বন্দুক, দোনালা বন্দুক, রাইফেল, ওয়ান শুটার গান ও ৮২ রাউন্ড গোলাবারুদসহ দস্যু নুর ইসলাম বা‌হিনীর ওই তিন দস্যুকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।