ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুন ২২, ২০১৭
রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২ রূপগঞ্জে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসের সঙ্গে পুলিশের টহলরত একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ দুই জন নিহত হয়েছেন। এঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুলিশ কনস্টেবল মনির হোসেন (৩৩) ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া (২৫)।

আহতরা হলেন- রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, রূপগঞ্জ থানার এসআই একেএম সাইদুজ্জামানসহ পুলিশ সদস্যরা একটি লেগুনা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে টহল দিচ্ছিলেন। এসময় একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পুলিশ কনস্টেবল মনির হোসেন ও লেগুনা চালক জাহাঙ্গীর মিয়া নিহত হন। গুরুতর আহত হন এসআই একেএম সাইদুজ্জামান ও কনস্টেবল দ্বীন ইসলাম।

এদিকে, এ দুর্ঘটনার কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা সরিয়ে যানজট নিরসন করার চেষ্টা চালাচ্ছেন পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।