ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিকল্প উপায়ে ভারত গেলেন দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুন ২২, ২০১৭
বিকল্প উপায়ে ভারত গেলেন দুর্ঘটনা কবলিত বাসের যাত্রীরা বিকল্প উপায়ে ভারত গেলেন দুর্ঘটনা কবলিত যাত্রীরা- ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোর-বেনাপোল মহাসড়কে দুর্ঘটনা কবলিত ভারতীয় যাত্রীবাহী মৈত্রী বাসের পাসপোর্টধারী যাত্রীদেরকে বিকল্প প্রক্রিয়ায় ভারতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুর ১২টায় যাত্রীদের বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে ভারতে পাঠানো হয়।


এর আগে নাভরণ হাইওয়ে পুলিশ বেনাপোল চেকপোষ্টে বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে  বাস ও চালককে আটক করে।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বাংলানিউজকে জানান, দ‍ুর্ঘটনা কবলিত ওই বাসটিতে ৩৮ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২২ জন ভারতীয় ও ১৬ জন বাংলাদেশি।   তবে দুর্ঘটনায় তারা কেউ হতাহত হননি। তাদের ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ কলকাতা যাওয়ার ব্যবস্থা করে দেবেন।


এদিকে নিহত বেনাপোল বন্দর উপ-পরিচালকের গাড়ি চালক জাহিদুরের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত বন্দরের উপ-পপরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলামকে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।


শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বাংলানিউজকে জানান, ঘাতক বাস ও চালক পুলিশের হেফাজতে রয়েছে। এঘটনায় স্থলবন্দর কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করছেন। ‍

মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

**মৈত্রী বাসচাপায় বেনাপোল বন্দরের গাড়ি চালকের মৃত্যু


বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এজেডএইচ/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।