ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এএসপি মিজানুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এএসপি মিজানুর রহমানের ময়নাতদন্ত সম্পন্ন হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, পাশে মরদেহ/ফাইল ফটো

ঢাকা: হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকালের দিকে তার ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস।

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে এএসপি মিজানুরের মরদেহ হস্তান্তর করা হয়।

ডা. প্রদীপ বিশ্বাস বাংলানিউজকে বলেন, মৃত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ছিল, চামড়ার নিচে রক্ত জমাট এবং গলায় দাগ পাওয়া গেছে।

তার ভিসেরা ফ্রিজআপ করা হয়েছে। ভিসেরা রিপোর্ট পেলে ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ সূত্র জানায়, এএসপি মিজানুর রহমানের ভাই মাসুম তালুকদার মরদেহ গ্রহণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ছেড়েছেন।

বুধবার (২১ জুন) দুপুরে রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকায় রাস্তার পাশের একটি ঝোপ থেকে এএসপি মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: এমন মৃত্যুতে বাকরুদ্ধ স্বজনরাও!

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ২২, ২০১৭
এজেডএস/জিওয়াই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad