ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দিনে ভিক্ষাবৃত্তি রাতে এএসপি, প্রতারক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
দিনে ভিক্ষাবৃত্তি রাতে এএসপি, প্রতারক আটক

যশোর: দিনে ফকির সেজে ভিক্ষা আর রাত হলেই অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পরিচয়ে চাঁদা আদায়কারী এক প্রতারককে আটক করেছে পুলিশ। 

বুধবার (২১ জুন) দিনগত রাত ১১টার দিকে শহরের সোনালী ব্যাংক এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক প্রতারকের নাম কামাল হোসেন (৪০)।

তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কচিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রব তরফদারের ছেলে।

তার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ, যশোর শহরে দিনের বেলায় ফকির বেশে ভিক্ষাবৃত্তি করেন কামাল। তবে সন্ধ্যা নামলে পোশাক বদলে অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পরিচয়ে প্রতারণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, আটক কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দিনে সে ফকির বেশে মেয়ের ক্যান্সার হয়েছে বলে ভিক্ষাবৃত্তি করতো। তার কাছে মেয়ের ক্যান্সার রোগের ভুয়া ডাক্তারি সনদ রয়েছে।

এছাড়া রাতে পোশাক বদলে ভিআইপি ড্রেস পরে তিনি নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে প্রতরণা করতেন। এ কাজে তার আরেক সহযোগী রয়েছেন, তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৭
ইউজি/এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ