ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নওগাঁর ১৫৭ বস্তা চোরাই চাল মাগুরায় উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
নওগাঁর ১৫৭ বস্তা চোরাই চাল মাগুরায় উদ্ধার

মাগুরা: শালিখা উপজেলার বুনাগাতী বাজারের একটি গুদাম থেকে ১৫৭ বস্তা চোরাই চাল উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার (২১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এ উদ্ধার অভিযান চালায়।

শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হোসেন জানান, নওগাঁ জেলার মৌ অ্যাগ্রো অটো রাইস মিলের ৩৫০ বস্তা চাল গত ১৫ জুন একটি কাভার্ড ভ্যানে চট্টগ্রামের পাহাড়তলির এক ব্যবসায়ীর কাছে পাঠানো হয়।

বগুড়া জেলার সান্তাহার থেকে চালক ইব্রাহিম চাল ভর্তি কাভার্ড ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে ২০ জুন রাতে কাভার্ড ভ্যানসহ ৬৫ বস্তা চাল যশোর থেকে উদ্ধার করা হয়। আর বুধবার দুপুরে বুনাগাতি বাজারের মো. ইমরান হোসেনের ভাড়া করা গুদাম থেকে ১৫৭ বস্তা চাল উদ্ধার করা হয়।

‍ওসি বলেন, পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ইমরান পালিয়ে গেছেন। ইমরান ও কাভার্ড ভ্যান চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। চুরি যাওয়া চালের মধ্যে বাকি ১২৮ বস্তা চাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।  

গুদামের মালিক বুনাগাতির মো. নুর ইসলাম বলেন, গত ১৪ জুন ইমরান হোসেন নামে হাটবাড়িয়ার এক ব্যক্তি আমার গুদামটি ভাড়া নেয়। ভাড়া নেওয়ার ৩ দিন পর ১৭ জুন গুদামে এ চালগুলো রাখে। এগুলো ক্রয়কৃত চাল বলে ইমরান আমাকে বলেছিল।

বাংলাদেশ সময়: ০৫২৪ ঘণ্টা, জুন ২২, ২০১৭ 
এমএফআই/জেডএস                                              
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ