ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

এএসপি মিজানুরের মরদেহ দেখে স্ত্রীর স্ট্রোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এএসপি মিজানুরের মরদেহ দেখে স্ত্রীর স্ট্রোক সাভার হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদার।

ঢাকা: সাভার হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মরদেহ দেখে তার স্ত্রী শাহানাজ স্ট্রোক (মাইল্ড) করেছেন।

বুধবার (২১ জুন) বিকেলে মরদেহ দেখতে ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

নিহত মিজানুরের ছোট মাসুম ভাই বাংলানিউজকে জানান, হঠাৎ ভাইয়ের মরদেহ দেখে শোক সইতে না পেরে ভাবি (শাহনাজ) অসুস্থ হয়ে পরলে তাকে উত্তরায় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তিনি স্ট্রোক (মাইল্ড) করেছেন।

ভাবির বাম হাতে শারীরিক সমস্যা দেখা দিয়েছে।

নিহত মিজানুরের মৃত্যুর খবর তাকে সরাসরি দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ। স্বামীর বিপদের খবর পেয়ে বিকেলে দুই সন্তানকে সঙ্গে নিয়ে উত্তরা ৫ নম্বর সেকটরে ৩ নম্বর রোডের ৩৮ নম্বর ভাড়া বাসা থেকে রিকশা যোগে ঘটনাস্থলে ছুটে যান শাহানাজ। পরে পুলিশের উদ্ধার করা মরদেহ দেখে তিনি অসুস্থ হয়।

এর আগে, বেলা ১১টায় রাজধানীর উত্তরার তৃতীয় প্রকল্পের পঞ্চবটি এলাকার একটি ঝোপ থেকে সাভার হাইওয়ে পুলিশের এএসপি মিজানুরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।