ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়ি বাড়ি গিয়ে খেজুর বিতরণ করলেন ইউএনও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বাড়ি বাড়ি গিয়ে খেজুর বিতরণ করলেন ইউএনও খেজুর বিতরণ করছেন ইউএনও ফাউজুল কবীর-ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর ও রৌমারী উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের দরিদ্র পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাউজুল কবীর।

বুধবার (২১ জুন) রাজীবপুর উপজেলার সিলেটপাড়া গুচ্ছ গ্রামের ৪০টি পরিবার এবং রৌমারী উপজেলার বামনের চর গ্রামের ৬০টি পরিবারের মধ্যে নিজ হাতে দুই কেজি করে খেজুর বিতরণ করেন ইউএনও ফাউজুল কবীর।

রৌমারী উপজেলার বামনের চর গ্রামের জমিরন নেছা (৫০) ও রাজীবপুর উপজেলার সিলেটপাড়া গুচ্ছ গ্রামের রহিমা বেওয়া (৪৫) জানান, আগে কতো খেজুর আইসছে, কোনোদিন পাই নাই।

জীবনের প্রথম সরকারের দেওয়া খেজুর পাইলাম।

রাজীবপুর উপজেলা ও রৌমারী উপজেলার ইউএনও ফাউজুল কবীর বাংলানিউজকে জানান, জনপ্রতিনিধিদের দিয়ে দিলে অনেক সময় মিস ইউজ হয়। দ্ররিদ্র অসহায় ও দুস্থরা যাতে খেজুর পায় সেটি নিশ্চিত করতে নিজ হাতে বিতরণ করেছি।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।