ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝালকাঠি পৌরসভায় ১৮৫ কোটির টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ঝালকাঠি পৌরসভায় ১৮৫ কোটির টাকার বাজেট ঘোষণা ঝালকাঠি পৌরসভার বাজেট ঘোষণা করছেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার/ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: নতুন কোনো করারোপ ছাড়াই প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার ১৮৫ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার (২১ জুন) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ২০১৭-২০১৮ সালের এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে আয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৮৬ লাখ ৭০ হাজার ৮৬৩ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে এক কোটি ২৩ লাখ ৬৯ হাজার ৬৪ টাকা।



ঘোষিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৮৫ কোটি ২২ লাখ ২২ হাজার ৬৬৯ টাকা। গত অর্থবছরের চেয়ে এবার প্রায় ৮৫ কোটি টাকার বেশি বাজেট ঘোষণা করা হলো।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব শাহীন সুলতানা, নির্বাহী প্রকৌশলী ম. আবু হানিফ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুদ্দোজা হারুনসহ পৌরসভার কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।