ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি অর্থায়ন রোধে ব্যাংক লেনদেনে নজরদারি বৃদ্ধি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুন ২১, ২০১৭
জঙ্গি অর্থায়ন রোধে ব্যাংক লেনদেনে নজরদারি বৃদ্ধি সচিবালয়ে জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বৈঠক-ছবি: বাংলানিউজ

ঢাকা: জঙ্গি অর্থায়ন রোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অস্বাভাবিক লেনদেনের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করছে সরকার।

এখন থেকে জঙ্গি অর্থায়ন প্রতিরোধ কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানের অস্বাভাবিক লেনদেন চোখে পড়লে গোয়েন্দারা তা বাংলাদেশে ব্যাংককে জানাবে। ব্যাংক সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে।

বুধবার (২১ জুন) দুপুরে সচিবালয়ে জঙ্গি অর্থায়ন প্রতিরোধ বিষয়ক বৈঠকের পর একথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এছাড়াও কুরিয়ার সার্ভিস ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানান শিল্পমন্ত্রী।

মোবাইল ফোনে লেনদেনের ক্ষেত্রে সিম রেজিস্ট্রেশন এর তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমু বলেন, জঙ্গি কার্যক্রম কমে এসেছে। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জঙ্গি দমনের যে পদক্ষেপ নিয়েছিলো তাতে জঙ্গি তৎপরতা কমে এসেছে। এজন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশংসার দাবিদার বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২১, ২০১৭
আরএম/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।