ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বাজেয়াপ্ত হবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বাজেয়াপ্ত হবে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল স্থায়ীভাবে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২১ জুন) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‍আইন-শৃঙ্খলা বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শিল্পমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, আসন্ন ঈদে রাজধানীতে অনুষ্ঠিত চারশো ২০টি ঈদ জামাতের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

তিনি আরও বলেন, মায়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে তারা কিছু ইয়াবা তৈরিকারককে গ্রেফতার করেছে। বর্তমানে মাদক পরিস্তিতি নিয়ন্ত্রণে ‍আছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৭
আরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।