ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পাটুরিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঈদে ঘরমুখী যাত্রীবাহী যানবাহনের বাড়তি চাপ পড়তে শুরু করেছে।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে নৌরুট পারাপারের অপেক্ষায় যানবাহনের লাইন প্রায় ২ কিলোমিটার দীর্ঘ হয়েছে।

দীর্ঘ সময় যানবাহনে বসে থেকেও নৌরুট পারাপার হতে না পারায় ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও বাস যাত্রীদের।

যশোরগামী সোহাগ পরিবহনের যাত্রী আসমা বেগম জানান, দুই একদিন পরে ঈদ যাত্রীদের উপচে পড়া ভিড় থাকবে বলে একটু আগেই গ্রামের বাড়ির উদ্দেশে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে রওয়ানা হয়েছেন। কিন্তু প্রায় ৪০ মিনিট ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইনে বসে থেকেও ফেরির দেখা পাননি তিনি।

মেহেরপুরগামী রয়েল এক্সপ্রেস বাসের হেলপার সেলিম মিয়া বাংলানিউজকে জানান, গাবতলী থেকে সকাল সাড়ে ৭টায় রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় পাটুরিয়া ঘাট এলাকায় এসেছেন। এরপর থেকেই ফেরির অপেক্ষায় যানবাহনের দীর্ঘ লাইনে পড়েছেন। কখন ফেরিতে উঠার সুযোগ পাওয়া যাবে সে বিষয়টিও জানা নেই বলে জানান তিনি।

পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক জিল্লুর রহমান বাংলানিউজকে জানান, নৌরুট পারাপারের অপেক্ষায় পাটুরিয়া ঘাট এলাকায় বাসের লাইন দুই কিলোমিটার এলাকা পর্যন্ত পৌঁছে গেছে। যানবাহন ও যাত্রী পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৭টি ফেরি চলাচল করছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুন ২১, ২০১৭
কেএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।