ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে দু’টি ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

বুধবার (২১ জুন) ভোর সাড়ে ৪টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মামুনুর রশিদ (৩৫) ও মনিরুল ইসলাম (৩৪)।

এদের বাড়ি পঞ্চগড়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহতরা হলেন, আবু সাঈদ (২৯), হানিফ ওরফে বাহার (৩০) ও আব্দুল হাই (৩২)। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী জানান, একটি মাইক্রোবাসে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় ঢাকা-দিনাজপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মালবাহী ট্রাক মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে যাওয়ার সময় রংপুর থেকে সৈয়দপুরগামী আরো একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। দু’টি ট্রাকের মাঝখানে চাপা পড়ে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। আহত হয় আরো তিনজন।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার জন্যও সেখানে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।