ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যোগ দিবসে ব্যাপক সাড়া, পরিপূর্ণ স্টেডিয়াম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
যোগ দিবসে ব্যাপক সাড়া, পরিপূর্ণ স্টেডিয়াম যোগ দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অংশগ্রহণকারীরা-ছবি-দীপু মালাকার

ঢাকা: আন্তর্জাতিক যোগ দিবসে ব্যাপক সাড়া দিয়েছে রাজধানীবাসী। বুধবার (২১ জুন) ভোর থেকেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পূর্ণ হয়ে গেছে। বাইরেও দীর্ঘ লাইনে অপেক্ষায় রয়েছেন অনেকে।

‘সামঞ্জস্য ও শান্তির জন্য যোগ’ স্লোগানকে সামনে রেখে দেশে তৃতীয়বারের মতো আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন।

তাদের ঘোষিত সময় ভোর সাড়ে ৫টার মধ্যেই যোগাসন নেওয়ার জন্য স্টেডিয়ামে চলে আসেন রাজধানীবাসী।

স্টেডিয়ামের বাইরেও মানুষ দাঁড়িয়ে আছেন দীর্ঘলাইনে।  

যোগ দিবসে অংশগ্রহণকারীরা-ছবি-দীপু মালাকারজাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারসহ রাজনীতিবিদ, পেশাজীবীসহ নানা পেশার মানুষ অংশ নিচ্ছেন।

সকাল ৭টায় শুরু হবে মূল অনুষ্ঠান। ভারতীয় হাইকমিশন ২০১৫ সালে দেশে প্রথমবার যোগ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে। দ্বিতীয়বার আয়োজন করে মিরপুর ইনডোর স্টেডিয়ামে।

বাংলাদেশ সময়: ০৬২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৭
ইইউডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।