ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় প্লাস্টিক পণ্য তৈরির ২৬ টন কাঁচামাল জব্দ  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৭
বগুড়ায় প্লাস্টিক পণ্য তৈরির ২৬ টন কাঁচামাল জব্দ   প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল জব্দ-ছবি-আরিফ জাহান 

বগুড়া: বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় নিউ চাঁন্দা ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে শুল্ক ভ্যাট ফাঁকির অভিযোগে প্লাস্টিক পণ্য তৈরির ২৬ মেট্রিক টন কাঁচামাল জব্দ করেছে কাস্টমস বিভাগ।

মঙ্গলবার (২০ জুন) দিনগত রাত ১১টার দিকে বগুড়া কাস্টমস বিভাগের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  
 
বগুড়া কাস্টমস বিভাগের সহকারী কর্মকর্তা (রাজস্ব) জসিম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।


 
তিনি জানান, শুল্ক গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে ওই ট্রান্সপোর্টে অভিযান চালানো হয়। এসময় শুল্ক ভ্যাট ফাঁকির অভিযোগে ৩০ লাখ টাকা মূল্যের ২৬ মেট্রিক টন প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল জব্দ করা হয়।  
 
তিনি আরও জানান, এসব কাঁচামাল বাইরের দেশ থেকে আমদানি করা হয়েছে। শুল্ক ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব মালামাল নিয়ে আসা হয়েছে।  
 
কি পরিমাণ শুল্ক ভ্যাট ফাঁকি দেওয়া হয়েছে তা হিসাব করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের মালিকের নাম জানাতে পারেননি এই কর্মকর্তা।
 
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুন ২১, ২০১৭।
এমবিএইচ/আরআর
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।